গঙ্গাসাগর মেলা সাংবাদিক দের মুখমুখি মন্ত্রী পুলক রায়, শশীপঁজা,বঙ্কিম হাজরা।

0
498

দক্ষিণ চব্বিশ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গাসাগর মেলা সাংবাদিক দের মুখমুখি মন্ত্রী পুলক রায়, শশীপঁজা,বঙ্কিম হাজরা পুলকরায় বলেন করোনা টেস্টে ১৩ জনের পজেটিভ ধরা পড়ে। । ই দর্শন করেছেন ৯০পয়েন্ট ৬ লাখ মানুষ। ইস্নান ১ লাখ ৭ হাজার ৪২০ জন। ই পুজা দিয়েছেন ৩ লাখ ২ হাজার মানুষ।
শশীপাঁজা বলেন তৈরী হয়েছে মিউজিয়াম, ধ্যান কেন্দ্র, ২৩ জেলায় গঙ্গার পবিত্র জল পাঠানো হয়েছে

বঙ্কিম হাজরা বলেন হাইকোর্টের নির্দেশ মেনে পরিবেশে বান্ধব মেলা হিসাবে গড়ে উঠেছে।