খড়গপুরে জলে ডুবে ভাই বোনের মৃত্যু,এলাকায় শোকের ছায়া।

0
299

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার ভুকভুকিশোল গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে বুধবার বিকালে বাড়ির থেকে কিছুটা দূরে খেলতে খেলতে ৯ বছর বয়সী সৌরভ মান্ডি একটি মোরাম খাদানে পড়ে যায়। অতিরিক্ত বৃষ্টির ফলে মোরাম খাদানে জল ভর্তি রয়েছে। জলে ডুবে সৌরভ হাবুডুবু করতে থাকে। দেখতে পায় সৌরভের দিদি ১১ বছর বয়সী চম্পা মান্ডি। ভাইকে বাঁচাতে মোরাম খাদানে ঝাঁপ দেয় দিদি চম্পা। বেশ কিছুক্ষণ তাদেরকে খুঁজে না পেয়ে তার বাড়ির লোকেরা চিন্তায় পড়ে যায় ।এরপর বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামবাসীদের চেষ্টায় মোরাম খাদানে তাদের উদ্ধার করে বুধবার রাতে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবুরা ভাই ও বোন কে মৃত বলে ঘোষণা করে।ওই মর্মান্তিক ঘটনার ফলে ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে। তারা স্থানীয় একটি মিশনারি স্কুলে পড়াশোনা করত। ওই গ্রামে মায়ের সঙ্গে তারা মামা বাড়িতে থাকত। তার বাবা স্বরূপ মান্ডি কেশিয়াড়ি তে নিজের বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার খড়গপুর লোকাল থানার পুলিশ ভাই বোনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ।সেই সঙ্গে ওই ঘটনার তদন্ত শুরু করে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here