নদীয়ার গয়েশপুরে করোনা পরিস্থিতির কারণে বন্ধ, মকর সংক্রান্তি উপলক্ষে বহু প্রাচীন পীরেরহাট মেলা, হতাশ মেলা দোকানদারেরা।

0
276

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মকর সংক্রান্তি উপলক্ষে দীর্ঘ দিন ধরে গয়েশপুরে একদিনের পিরের মেলা হতো , খুবই জমজমাট থাকতো এই মেলা কিন্তু এবছর পৌর প্রশাসনের পক্ষ থেকে মেলেনি মেলার অনুমতি তা সত্ত্বেও জমজমাট করে বসেছিল মেলা মেলাকে ঘিরে বহু ছোট বড়ো দোকান বসে।
খবর পেয়ে পুলিশ প্রশাসন ও পৌর চেয়ারপারসন ছুটে আসে মেলায় এবং মেলা বন্ধ রাখতে নির্দেশ দিয়ে যায় যদিও এবারের মেলায় ছিল না কোন কমিটি শুধু দোকদারা চলে আসে তারা নিজেদের দায়িত্বে এই মেলায় দোকান করছে।
মেলার মধ্যে মাস্ক ছাড়া কয়েক জনকে আটক করে গয়েশপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক গন।
এবং প্রশাসনের পক্ষ থেকে আজও মেলা বন্ধ রাখতে আবেদন করে যায়।
করোনা প্রতিরোধে সরকার বিধিনিষেধ ঘোষণা করেছে অনেক আগেই তা সত্ত্বেও কেন এতো দোকান সমাগমে মকর সংক্রান্তির মেলা বসেছে এই নিয়ে প্রশ্ন উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here