তেলিয়ামুড়া মহাকুমার বাঁসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে ।

0
252

তেলিয়ামুড়া,  রাহুল দাস:- তেলিয়ামুড়া মহাকুমার বাঁসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে তাই আজ তেলিয়ামুড়া ডিসিএম অফিসের পরিদর্শন করতে জান তেলিয়ামুড়া বিধায়িকা শ্রীমতি কল্যাণী রায় সহ তেলিয়ামুড়া চেয়ারম্যান রূপক সরকার সহ রাজ্যের আইন সচিব বিশ্বজিৎ পালিত এতে পরিদর্শন করতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন ডিসি অফিসে খালি জায়গা টি তে কোর্ট তৈরি করবেন। দ্রুতগতিতে এখানে এই কাজ টি তৈরি করতে চলছে তেলিয়ামুড়া বাসীর উন্নয়নের জন্য