দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা চকগোপাল গ্রামের দ্বিতীয় তারাপীঠে,বাঁশ লাঠি দিয়ে মারধরের অভিযোগ।

0
339

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার চকগোপাল গ্ৰামের দ্বিতীয় তারাপীঠে।সূত্রের খবর একটি পান দোকান চুরির ঘটনাকে কেন্দ্রে করে তারাপীঠ মন্দির কমিটির সঙ্গে বচসা বাধে চকগোপাল গ্ৰামীন কমিটির।কথা কাটাকাটি হতে হতে হাতাহাতি শুরু হয়।তারপর দুই পক্ষই বাঁশ,লাঠি,রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হয়েছে দুই পক্ষের বেশ কয়েকজনের।আহতদের মধ্যে মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে।ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ।এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়, এই ঘটনার পরে অবশেষে মন্দির অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।শনিবার দুপুরে ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার আই সি আশিষ মজুমদার সহ বিশাল পুলিশ বাহিনী।এসেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে আই সি সহ পুলিশেরা।এরপর গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন আই সি।পরে সংবাদমাধ্যমে পুলিশ জানায়,আমরা দুপক্ষের সাথে কথা বলে তদন্ত করছি।প্রাথমিক তদন্ত হলেও এখনও তদন্ত চলছে।যারা এই ঘটনায় দোষী হবে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।তবে আজ দুপুর থেকে মন্দির আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ করা হলো।