নদিয়ার রানাঘাট পৌরসভার শনিবার অত্যাধুনিক এম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

0
410

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার রানাঘাট পৌরসভার শনিবার অত্যাধুনিক এম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।উদ্বোধনে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার রানাঘাটের পৌর প্রশাসক কোশল দেব বন্দ্যোপাধ্যায় উপ পৌর প্রশাসক শেখর মুহুরী ,পৌর প্রশাসক দলের সদস্য দুলাল পাত্র সহ বিশিষ্ট বেক্তি গণ এমন অত্যাধুনিক এম্বুলেন্স জেলাতে প্রথম এই প্রসঙ্গে কি জানাচ্ছেন পৌর প্রশাসক শুনুন