বাঁকুড়ার জঙ্গলে আবারও হাতির আগমন, আতঙ্কিত জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার মানুষ।

0
340

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতাঃ ফের হাতির আতঙ্কে রাতের ঘুম ছুটেছে বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়া বেলিয়াতোড় ও সোনামুখীর বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের । প্রায় মাস দেড়েক পর আবারও মেদিনীপুর জঙ্গল থেকে বাঁকুড়ার জঙ্গলে আগমন ঘটেছে সাতটি বুনোহাতির একটি দল । বাঁকুড়া উত্তর বন বিভাগ সূত্রে শনিবার জানতে পারা যায় , সোনামুখী রেঞ্জের করঞ্জমনি খয়রাশোল মৌজায় পাঁচটি , বেলিয়াতোড় রেঞ্জের রামচন্দ্রপুর মৌজায় একটি ও বড়জোড়া রেঞ্জের পাবয়া মৌজায় একটি বুনোহাতি রয়েছে । যদিও স্থানীয় বনদপ্তর অত্যন্ত সতর্ক রয়েছে । ২৪ ঘন্টা হাতি গুলির উপর কড়া নজর রাখা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে । পাশাপাশি বাঁকুড়া উত্তর বন বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষদের সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে করে অযথা কেউ জঙ্গলে প্রবেশ না করে । গতবার হাতির তাণ্ডবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল কৃষকদেরকে । সে কথা মাথায় রেখে হাতি গুলিকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে তার সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন বনদপ্তরের আধিকারিকরা ।