টাকা না দিতে পারায় সরকারি পানীয় জলের কল খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পৌরসভার বিরুদ্ধে।

0
229

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  টাকা না দিতে পারায় সরকারি পানীয় জলের কল খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পৌরসভার বিরুদ্ধে। জানা যায়, নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপ অধিকারীর আবেদনের ভিত্তিতে গত ২৩ শে ডিসেম্বর তার বাড়িতে পরিশ্রুত পানীয় জলের কল বসিয়ে দিয়ে যায় স্থানীয় পৌরসভার কর্মীরা। এরপর কলের লাইনের জন্য তিন হাজার টাকা দাবি করা হয় অধিকারী পরিবারের কাছে। অভিযোগ সেই মুহূর্তে দাবি মত টাকা পৌরসভার কর্মীদের দিতে না পারলে সেই মুহূর্তের জন্য তাঁরা ফিরে যায় বলে জানান অধিকারী পরিবারের সদস্যরা। এরপর বছরের শেষের দিন ৩১শে ডিসেম্বর কোনরকম নোটিশ ছাড়াই হঠাৎ করে পৌরসভার থেকে কর্মীরা এসে জলের কল খুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন অধিকারী দম্পতি। পাশাপাশি এই বিষযে তাদের কোন কথা বলার সুযোগ দেওয়া হয় না বলেও অভিযোগ করেছেন বাড়ির মালিক দিলিপ অধিকারী। তবে পুনরায় সরকারি জল সরবরাহের সুবিধা পেলে শারীরিকভাবে অসুস্থ অধিকারী দম্পতির অনেকটাই উপকার হবে বলে জানান তাঁরা। এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন ওই এলাকার তৃণমূল মনোনীত কাউন্সিলর পারুল দেবনাথ। তবে কোনরকম অভিযোগ নিয়ে তার কাছে এখনো পর্যন্ত অধিকার দম্পতি আসেননি বলেও দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here