অসুস্থ ব্যক্তির বাড়িতে অক্সিজেন সিলিণ্ডার পৌঁছে দিল ব্ল্যাক ডায়মণ্ড ক্লাব।

0
447

বীরভূম, সেখ ওলি মহম্মদ:-  করোনা অতিমারীর সময় দুর্গা পুজো এবং কালী পুজো ছোট্ট ভাবে করা হয়েছিল। তাই বীরভূম জেলার দুবরাজপুরের ব্ল্যাক ডায়মণ্ড ক্লাব কালী পুজোর সময় অনুষ্ঠান বন্ধ রেখে পুজোর টাকা বাঁচিয়ে বিনামূল্যে অক্সিজেন সিলিণ্ডারের উদ্বোধন করেছিল। কারণ একটাই, এই করোনা অতিমারীর সময় দুঃস্থ মানুষদের অক্সিজেনের ঘাটতি হলে এই ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিণ্ডার পরিষেবা দেওয়া হবে। তাই আজ দুবরাজপুরের ব্ল্যাক ডায়মণ্ড ক্লাব ও সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে দুবরাজপুর রেল স্টেশনের বাসিন্দা নিত্য রানুর বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সিলিণ্ডার পৌঁছে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, এখনও পর্যন্ত ১৫ জনকে এই বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই অক্সিজেন সিলিণ্ডারের উদ্বোধন করা হয়েছিল কালি পুজোর দিনে। পুজোর খরচ বাঁচিয়ে এই মহৎ উদ্যোগ।
বীরভূম থেকে সেখ ওলি মহম্মদ-এর রিপোর্ট, সব খবর