পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে ফুটবল পায়ে মাঠ মাতালেন গ্রামের মহিলারা।

0
569

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি গ্রাম।আন্তর্জাতিক নারী দিবস কি সে সম্পর্কে তাঁরা অন্ধকারে।মঙ্গলবার ছিল আন্তর্জাতিক নারী দিবস।স্থানীয় ঝড়খালি কোষ্টাল থানার আধিকারীক প্রদীপ রায়ে এর উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস।প্রদীপ বাবু সহ অন্যান্য পুলিশ কর্মীরা নারী দিবস সম্পর্কে প্রান্তিক মহিলাদের কে সচেতন করে তোলেন।বিশেষ করে নারীদের অধিকার সুরক্ষিত করা,ভ্রুণ হত্যা জঘন্য অপরাধ,নারী-পুরুষের মধ্যে ভেদাভেদ থাকবে না,১৮ বছরের আগে বিয়ের পিঁড়িতে নয়,নারী শিক্ষা সম্প্রসারিত করা,নারী নির্যাতন বন্ধ করা সহ নানান বিষয়ে আলোচনার মধ্যে তুলে ধরেন। এছাড়াও নারীরা যে পুরুষদের থেকে কোন অংশেও কম নয় সেটাও উল্লেখ করা হয়।এদিন এলাকার প্রান্তিক মহিলাদের বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নিয়ে এক প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ প্রশাসন।স্থানীয় সরদার মোড় এলাকার ফুটবল মাঠে আয়োজিত মহিলা টুর্নামেন্টে এলাকার মহিলাদের নিয়ে গঠিত দুটি ফুটবল টীম অংশ গ্রহণ করেন।খেলার নির্ধারিত সময়ে সরদার পাড়া একাদশ ২-১ গোলে ঝড়খালি একাদশ কে হারিয়ে জয়লাভ করে।ম্যাচে পর পর দুটি গোল করে সেরা খেলোয়া নির্বাচিত হয়েছেন সরদারপাড়া একাদশের সুপ্রিয়া মন্ডল।খেলা শেষে জয়ী,বিজয়ী ফুটবল সহ সকল মহিলাদের প্রতি সম্মান জ্ঞাপন করে পুরষ্কার তুলে দেন ঝড়খালি কোষ্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারীক প্রদীপ রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here