ঘুঁটিয়ারী শরীফ এ সাড়ে তিন লক্ষ টাকার গাঁজা ও হেরোইন সহ গ্রেফতার ১।

0
300

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং — প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গাঁজা ও হেরোইন সহ একজন কে গ্রেফতার করলো বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার অন্তর্গত ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম সেখ আলম।ধৃতের বাড়ি ঘুঁটিয়ারী শরীফ দেওয়ান পাড়ায়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির অন্তর্গত মাখালতলা কাঠপোল এলাকায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ‘গাঁজা ও হেরোইন এর রমরমা কারবার চলছিল ঘুঁটিয়ারী শরীফ এলাকায়।শনিবার সন্ধ্যায় গোপন সুত্রে এমন খবর পৌঁছায় ফাঁড়ির ওসি ফারুক রহমানের কানে।তিনি তড়িঘড়ি বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আচমকা তল্লাশি অভিযান শুরু করেন।সেখানেই একটি ঘর থেকে সেখ আলম নামে একজনকে গ্রেফতার করে। ধৃতকে জিঞ্জাসাবাদ করে উদ্ধার হয় ২৫ কেজি গাঁজা ও ১৪২ গ্রাম হেরোইন।পুলিশ সুত্রের খবর ২৫ কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা এবং উদ্ধার হওয়া ১৪২ গ্রাম হেরোইনের বাজার মূল্য এক লক্ষ টাকা।
তবে এই ঘটনায় অভিযুক্তের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে কিংবা কোন আন্তর্জাতিক চক্র জড়িত রয়েছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ।