জলপাইগুড়ির বিধায়ক ডাক্তার প্রদীপকুমার বর্মা মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন।

0
287

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ির বিধায়ক ডাক্তার প্রদীপকুমার বর্মা মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন দিদির দূত কর্মসূচীতে। পরিদর্শন করলেন সকালে রাউতবাগান এর শিব মন্দির ও কালী মন্দির, হরি মন্দির পূজা দিয়ে।এইদিন জলপাইগুড়ির বিধায়ক দিদির দূত কর্ম সুচি শুরু করলেনমোহিতনগর কলোনি তারা প্রসাদ বালিকা বিদ্যালয় পরিদর্শন এ।এরপর বিধায়ক, কথা বললেন শিক্ষাকর্মী, শিক্ষক, সুডেন্ট দের সাথে।এরপর রায়পাড়া ,পশিচমপাড়া ইত্যাদি জায়গায় বসে মানুষের সাথে কথা বলেন ।কিকি সমস্যা রয়েছে তাদের তাও শুনলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here