নিকাশি নালার অনিয়মিত পরিষ্কারের কারণে, রাস্তায় নর্দমার জল ক্ষোভ এলাকাবাসীর।

0
463

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিকাশি নালা ঠিক করে পরিস্কার পরিচ্ছন্ন হয়না দীর্ঘ দিন ধরে যা‌ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন কাউন্সিলের বিরুদ্ধে। প্রতিদিন এই রাস্তা দিয়ে এক হাজার মানুষের চলাচল মালঞ্চ বাজার কাজি পাড়া মসজিদ নামাজ পাঠ করতে যাওয়া সব একটাই রাস্তা কাউন্সিলর কে বলেও কাজ হয়না তবে এলাকায় বাড়ি আলাউদ্দিন সেখ,ফেরদুল‌ হোসেন মন্ডল পথ চলতি মানুষ রা বলছেন কাউন্সিলর বাড়ি ঢিল‌ ছোড়া‌ দূরত্বে তিনি কি চোখে দেখতে পান্না আবার অনেকে বলছে তিনি তো এই রাস্তা দিয়ে যাতা‌ যাত‌ করেন আমরা বলব কেন উনি দেখতে পান না ইচ্ছে করে করে না তাই এলাকার মানুষের দাবি অবিলম্বে পৌর সভা এই রাস্তার জল পরিস্কার পরিচ্ছন্ন করুক এমনটাই জানান আমাদের। বিষয়টা কানে শোনা মাত্র শান্তিপুর পৌরসভার উপ পৌর প্রশাসক শুভজিৎ দে ফোনে বলেন খুব‌ই বাজে ব্যাপার, অবিলম্বে পরিস্কার করানোর ব্যবস্থা করছি ।