পরপর দুটি মন্দিরের তালা ভেঙ্গে চুরি ঘটনায় চাঞ্চল্য দাঁতনের জয়রামপুর এলাকায়,তদন্তে পুলিশ।

0
338

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- পর পর দুটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাঁতনে থানার জয়রামপুর এলাকায়, জানা গিয়েছে দাঁতন থানার জয়রামপুর কালিমন্দির সহ পার্শ্ববর্তী একটি ১০০ বছরের পুরনো শীতলা মন্দিরে চুরির ঘটনা ঘটে।প্রায় একশ বছরের পুরোনো জয়রামপুর কালিমন্দিরে লোহার গ্রিল ও তালা ভেঙে প্রায় আড়াই লক্ষাধিক টাকার গয়না চুরি করে বলে অভিযোগ।পাশাপাশি ভেঙে ফেলা হয় প্রনামি বাক্সও।রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরে গেলে দেখা যায় লন্ডভন্ড অবস্থায় পড়ে,
এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় দাঁতন থানার পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।এইদিন বেলা বারোটা নাগাদ ঘটনাস্থলে তদন্তের জন্য এলাকায় উপস্থিত হন বেলদা পুলিশ মহকুমা আধিকারিক শামীম বিশ্বাস। বিভিন্ন দোকানে দোকানে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন তিনি। তবে পরপর দুটি মন্দিরের চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।