পিঁয়াজ চারার বিক্রি নেই স্থানীয় বাজারে। আর্থিক সংকটের মুখে পড়ছেন বাঁকুড়ার পিঁয়াজ চাষীরা ।

0
312

আবদুল হাই, বাঁকুড়াঃ পিঁয়াজের চারা উৎপাদনে জন্য চাষীরা প্রায় ৩ মাস ধরে শ্রম দিয়ে থাকেন তাঁর জমিতে।
মূলত অক্টোবর -নম্ভেম্বর মাসে এই পিঁয়াজ তোলা ফেলার কাজ শুরু হয়। এবং জানুয়ারি মাস থেকে এই পিঁয়াজের চারা বাজারে বিক্রি করেন চাষীরা।

গত বৎসর পিঁয়াজের দাম ভালো পাওয়াই ,এই বৎসরেও তোলা ফেলেছিলেন বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের কৃষকরা ।

কিন্তু এই বৎসর পিঁয়াজ চারার দাম নেই বললেই চলে।
চাষীদের বিস্তীর্ণ জমিতে পরে রয়েছে পিঁয়াজের তোলা।

চাষীরা বলছেন নাসিক থেকে এই বাঁকুড়া তে কম দরে রেডি পিঁয়াজ সাপ্লাই এর জন্য মার্কেটের এই খারাপ অবস্থা ।

গত বৎসরে স্থানীয় মার্কেটে ১ কিলো পিঁয়াজের চারা বিক্রি হয়েছিল ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত।
সেই পিঁয়াজ বীজের বর্তমান বাজার দাম কিলো প্রতি- ৫ থেকে ১০ টাকা ।
স্বাভাবিক ভাবে মার্কেট থেকে ৫ হাজার টাকা কিলো দরে ঝুরো পিঁয়াজের বীজ ও রাসায়নিক সার কিনে –
জমিতে কঠোর পরিশ্রম করে এত কম বাজার মুল্য হওয়াতে দিশেহারা হয়ে পড়ছেন তাঁরা।

.