জন্ম তিথিতে খুঁটি পূজা, শুরু হলো মন্ডপ সজ্জার কাজ।

0
1180

শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:-  পূজোর বাকী হাতে গোনা বিয়াল্লিশ দিন। শরতের মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে।পূজো এসে গেল।উদ্যোক্তারা কোমর বেঁধে নেমে পড়েছে। থেমে নেই প্রান্তিক জেলা পুরুলিয়া। জেলার বীগ বাজেটের পূজা গুলির অন্যতম নিতুরিয়া দুবেশ্বরী কোলিয়ারি সর্বজনীন দুর্গা পূজা। আজ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে খুঁটি পূজার মধ্য দিয়ে মন্ডপ সজ্জার কাজের শুভসূচনা হলো নিতুরিয়া দুবেশ্বরীর কোলিয়ারি সর্বজনীন দুর্গোৎসবের। কমিটি ধারাবাহিক ভাবে বিশ্ব বাংলা শারদ সম্মান লাভ করে আসছে।এবারেও তারা আশাবাদী। কমিটির কর্ণধার বুলা পান্ডে গৌতম বাউরীরা জানান ২৩ তম বর্ষে মন্ডন সজ্জা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে। পূজোয় পঁচিশ লক্ষ টাকা খরচ হবে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here