নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বেসরকারি একটি লজ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়া কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল নদিয়ার কৃষ্ণনগরে। জানা যায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি দুদিন থাকবে বলে শুক্রবার লজের একটি ঘর ভাড়া নেয়। এরপর রবিবার সকালে ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় দীর্ঘক্ষন তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় কোতোয়ালি থানার পুলিশকে সম্পূর্ণ বিষয়টি জানায় বেসরকারি ওই লজ কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্মরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় কৃষ্ণনগর শহরে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু ঘটলো তা জানতে ইতিমধ্যেই সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।