মহা ধুমধামে পালিত হলো বাঙালির সূর্য পুজা হবিবপুর ব্লক এর মাছলিকান্দার এলাকায় অনুষ্টিত হলো সূর্য পূজা।

0
763

মালদা, নিজস্ব সংবাদদাতা:-মহা ধুমধামে পালিত হলো বাঙালির সূর্য পুজা হবিবপুর ব্লক এর মাছলিকান্দার এলাকায় অনুষ্টিত হলো সূর্য পূজা, প্রতি বছরের ন্যায় এ বছরও মাঘ মাসের প্রথম সপ্তাহে রবিবারে এই পুজোর আয়োজন হয়, এলাকার পাশের জমিতে এলাকার মহিলারা সূর্য পূজা করে থাকেন।ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এককি ভাবে বসে থাকবেন ভক্তরা। ফলমূল নাড়ু ও খই সহ বিভিন্ন প্রকার উপকরণ দিয়ে পূর্ব দিকে মুখ করে ভক্তরা শ্রদ্ধার সহিত সূর্য দেবের পুজো করে থাকেন, বেশ কয়েকদিন ধরে প্রস্তুতি চলে নিজেকে শুদ্ধ করার এবং শনিবার রাতে থেকে উপোস করেন মহিলারা। এবারে সমস্ত করোনা বিধি মেনেই এই পুজোর আয়োজন করেছে বলে জানিয়েছেন মহিলারা।