ময়ূরেশ্বর-1ব্লকের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের করোনা টিকা করণ।

0
331

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ-  আজ বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে 15 -18 বছরের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের করোনা প্রতিরোধে কোভিড ভ্যাকসিন দেওয়া হলো। প্রায় 400 ছাত্র ছাত্রীরা এই কর্মসূচীতে অংশগ্রহণ করে। ছাত্র ছাত্রীদের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো। প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে সমস্ত ধরনের স্বাস্থ্য বিধি মেনে আজকে এই camp অনুষ্ঠিত হয় । প্রত্যেকে কোভ্যকসিন covaxin ডোজ দেওয়া হয়। কিছু staff করোনা positive থাকায় আসতে পারেন নি , তবে বাকি সকল শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা সমিতির সদস্য বৃন্দ প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ময়ূরেশ্বর-1ব্লকের স্বাস্থ্য দপ্তরে থেকে প্রায় দশ জন ডাক্তার, র্নাস, আশাকর্মী এবং কম্পিউটার ডাটা ওপারেটর আজকের কর্মযোগে উপস্থিত ছিলেন।