বীরভূম-সাঁইথিয়া, নিজস্ব সংবাদদাতাঃ-করোনাভাইরাস এর আবহে দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। আর এই ভাইরাসের সংক্রমণের ফলের বিভিন্ন শহর থেকে পৌরসভা এলাকায় শুরু হয়েছে আংশিক লকডাউন। এর ফলে দেখা যাচ্ছে বারবার সরকারের তরফ থেকে মাক্স পরা বাধ্যতামূলক করলেও পথচলতি অনেক মানুষকে দেখা যাচ্ছে মাক্স পড়ছেন না। তাই এদিন সাঁইথিয়া থেকে আমোদপুর রোডের বাতাসপুর সংলগ্ন এলাকায় মানুষদের মুখের মাক্স পড়িয়ে দিলেন সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহঃ সাবের আলি খান, এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মাঠপলসা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আসাদুজ্জামান, হাতোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গণেশ মণ্ডল, হরি সাড়া অঞ্চল সভাপতি বুদী মুর্মু, ফুলুর অঞ্চল সভাপতি শামসুল আলম, সাঁইথিয়া ব্লক যুব তৃণমূল সভাপতি বিধান মণ্ডল, হাতোড়া অঞ্চল যুব তৃণমূল সভাপতি শেখ আলিফ উদ্দিন,উত্তম বিত্তার সহ অন্যান্য নেতৃত্বরা এদিন পথচলতি মানুষদের মুখে মাক্স পরিয়ে দেওয়া হয় ও সচেতন করা হয়।