চাষীদের হাতে পিঁয়াজের চারা ও বীজ তুলে দিলেন কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী।

0
402

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ঘোষেরগ্ৰাম অঞ্চলের বিভিন্ন এলাকা তিন চার দিন আগে অকাল পশ্চিমী ঝঞ্ঝা তুষারপাতের ফলে বিস্তীর্ণ অঞ্চলে বহু সরিষা, আলু সহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যায়। এরফলে চাষীরা দিশেহারা হয়ে পড়েন। এখানকার মানুষেরা বেশিরভাগ চাষের উপর নির্ভর করে সংসার চলে। এইসব চাষীদের বাঁচাতে এগিয়ে এলো বাঁকুড়া জেলা কৃষাণ ক্ষেতমজুর সংগঠন।এদিন ৬০ চাষীর হাতে পিঁয়াজের চারা ও বীজ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী,শান্তুনু কুন্ডু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here