করোনার পরিস্থিতি তে আপাতত মাসে চারদিন পুরো শহর বন্ধের সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি জেলা প্রশাসন।

0
333

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– এই মূহুর্তে বড় খবর করোনার পরিস্থিতি তে আপাতত মাসে চারদিন পুরো শহর বন্ধের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।এই মাসে 19,22,30,31এই চারদিন এই মাসে পুরো শহর বন্ধের সিদ্ধান্ত নিল।সারা পৃথিবীর সাথে গোটা দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে সেই মত অবস্থায় জলপাইগুড়িতে করোনার তৃতীয় ঢেউ থেকে পিছিয়ে নেই জলপাইগুড়ি শহর ও।বিভিন্ন বাজার দোকান গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য সোমবার জলপাইগুড়ি পুরসভার আলোচনা কক্ষে একটি বিশেষ সভার আয়োজন হয়। যেখানে সদর মহকুমা শাসক সুদীপ পাল , পৌর প্রশাসক বোর্ডের সদস্যরা ছাড়াও বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এখানে।মিটিং শেষে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ‍্যটাজী বলেনকরোনার জন্য এই মাসে চারদিন পুরো শহর বন্ধ থাকবে।আগামীমাসে নতুন ভাবে সিদ্ধান্ত জানানো হবে।