নদীর চর থেকে মৃতদেহ উদ্ধার।

0
598

পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডল:- পুরুলিয়া জেলার নিতুরিযার ডিসেরগড়ের দামোদর নদের চর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় বুধুয়া মারানডি (৫১) নামে মৃত ব্যক্তির বাড়ি সাঁকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত ডিসেরগড় শামপুরে। পারিবারিক সুত্রে খবর গত ১২ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল।এই বিষয়ে কুলটি থানাতে এফ আই আর করে ছিলেন। সোমবার দামোদর নদের চরে দেহ উদ্ধার হয়।গলা ও কানের কাছে লাল দাগ আছে।পারিবারিক সুত্রে খবর এই যুবক কে খুন করা হয়েছে।পরিবারের লোকজন নিতুরিয়া থানাতে একটি খুনের অভিযোগ দায়ের করেন। নিতুরিয়া থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে পুরুলিয়া ময়নাতদন্তের জন্য পাঠায়।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।