গরু চোর ধরাকে কেন্দ্র করে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক বালক, আহত আরো তিন, জনরোষে পড়ে আহত পুলিশ কর্মী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট।

0
102

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক বালক, আহত আরো তিন জন। পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে খন্ড যুদ্ধ। নদীয়ার ধানতলা থানার কুলগাছি এলাকার ঘটনা। গ্রামবাসীদের রোষে আহত পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রানাঘাট হাসপাতালে। চোর ধরা কে কেন্দ্র করে এই সংঘর্ষ। মানুষের দাবি এলাকায় বাড়ছিল গরু চুরির ঘটনা। অভিযোগ কাল রাতে একজনকে এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে, সেই চোরকে উদ্ধার করতে গেলে জন রোষে পড়ে পুলিশ। অভিযোগ পুলিশ তখন ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে বেরিয়ে আসতে গেলে গাড়ির নিচে পরে বেশ কয়েকজন। পুলিশের গাড়িতে চাপা খেয়ে মৃত্যু হয় এক বালকের, এবং দুজন আহত অবস্থায় রানাঘাট মহাকুমা সপিটালে চিকিৎসাধীন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে নদীয়ার ধানতলা থানার পুলিশ। কুলগাছি গ্রামে চলছে দফাই দফাই বিক্ষোভ। জানা যায় পাশেই বাংলাদেশ বর্ডার, আর পুলিশে নিষ্ক্রিয়তায় চলছে এসব কারবার। তবে সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে বসেছে পুলিশ পিকেট এবং ঘটনাস্থলে যাই রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here