মাথাভাঙ্গা শহর সংলগ্ন পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকা ব্যাগভর্তি বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়।

0
320

মনিরুল হক, কোচবিহার: সামনেই প্রজাতন্ত্র দিবস, তারপর সব ঠিকঠাক থাকলে পৌরসভা নির্বাচন,তার আগে মাথাভাঙা শহরে লাগোয়া এলাকায় প্রচুর পরিমাণ বৌমার সন্ধান মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাথাভাঙা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুর পাড়া গ্রামের। এদিন গ্রামের ঝোপঝাড়ের লাগোয়া মাঠে অন্যান্য দিনের মতো ভলিবল খেলছিল এলাকার বেশ কিছু ছেলে। খেলার সময় ভলিবল ছুটে চলে গেলে ছেলেরা বল খুঁজতে গিয়ে কয়েকটি ব্যাগ ও বস্তা দেখতে পায়। বস্তাগুলো দড়ি দিয়ে বাঁধা থাকলেও ব্যাগগুলি খোলাই ছিল।আর তাতেও কি দিতে দেখা যায় ব্যাক গুলিতে কয়েকটি সূত্র মা রাখা আছে।বস্তা গুলিতেও প্রচুর পরিমান বোমা রাখা আছে বলে তাদের সন্দেহ হয়।এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার মেজ বাবু মোহাম্মদ আলীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় প্রচুর পরিমাণে বোমা দেখেস এগুলো উদ্ধার করে তারা।কিন্তু এত বোমা একসঙ্গে পাওয়া সেগুলো নিষ্ক্রিয় করার সাহস পাচ্ছিলেন না পুলিশকর্মীরা।গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ ১০ টি বোমা নিষ্ক্রিয় করতে পারলেও তিন টি বস্তা বাঁধা অবস্থায় থাকায় সেগুলি এদিন আর খোলা হয়নি।এ গ্রামটিতে এত বোমা কীভাবে এলো তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পুলিশ কর্তাদের। রবিবার এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। আজও পুলিশ রয়েছে।ঝোপের মধ্যে থাকা মুখবাধা গুলির উপর নজরদারি রাখতে সারারাত পুলিশ প্রহরা থাকবে বলে জানা গেছে। তাই হয়েছে সারারাত ধরে পুলিশ পাহারা দিয়ে রেখেছে ওই বস্তাগুলো।মাথাব্যথার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা এবং মাথাভাঙ্গার মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান, কি করে ওই স্থানে বোমা এলো সে ব্যাপারে তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যে পুলিশ। এদিন সন্ধ্যা হয়ে যাওয়ায় মুখবাধা বস্তা গুলি উদ্ধার করা যায়নি। আজ সোমবার গোটা পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই বম্ব স্কোয়া ড কেউ খবর দেওয়া হয়েছে।এদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এবং পুরো ভোটের প্রাক্কালে শহর লাগোয়া এলাকায় প্রচুর পরিমাণে বোমা মজুতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষের মধ্যে প্রশ্ন উঠছে,এক দুটো না হয় বিভিন্ন জায়গায় বোমা পাওয়া যাওয়ার খবর মেলে।কিন্তু একটি ঝোপের মধ্যে দুটো ব্যাগ ভর্তি বোমা এবং তিনটি বস্তা বন্দি অবস্থায় বোমা কোথা থেকে এল এ নিয়ে কিন্তু বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে পচাগর এলাকাসহ শহর লাগোয়া মাথাভাঙ্গা পুরো এলাকায়। দেখা যাক বর্তমানে ঝোপের মধ্যে থাকা তিনটি বস্তার ভেতরে কত বোমা রয়েছে।