সময়ের ফুল পাতা নিয়মেই ঝরে
কালের নিয়মে দম্ভ নাশ চিরতরে,
ইতিহাস অলিন্দে যুদ্ধ-যুদ্ধ খেলা
ভুবনডাঙায় বসে বাটপার মেলা।
সেনাপতি সচেষ্ট পারিষদ বলয়ে-
সেনা বিদ্রোহ করে রুদ্ধ আলয়ে,
কিঞ্চিৎ গেল রব,ঘর ভাঙে ঝড়ে
নিযুক্ত ষাট রক্ষী মাঠে নেমে পড়ে।
সেনা সব বোঝে,বোঝে ফাটলে বেনোজল
একদল জল নামে,তাতিয়ে খায় বিষফল;
অতীতের সব স্মৃতিকথা ভোলে একদল
বাহবায় দিন কেটে যায়,যায় কর্ম রসাতল।
যায় আসে আসে যায়,আসে বড় যশ
তালেগোলে ভরসায় কাটে বছর দশ,
তাহাদের খ্যাতি বাড়ে সুখ কাড়ে ফেউ
হৃদয়পিঞ্জর লোটে চুপিসারে কেউ।
সব কথা বোলো না,সব কিছু দেখো না
কর্মের বোঝা বও প্রতিদান চেয়ো না,
আগডুম বাগডুম ঘোড়াডুমে থাকো
স্বপ্নগুলো সব ঝোলাভরে রাখো।
চেপে রাখা ইতিহাস গোচরেই আসে
সময়ের ফুল পাতা এসে যায় পাশে;
ইতিহাসে পাতিহাঁস জল ঘোলা করে
রাজা যায় রাজা আসে জনাদেশ ভরে।