করোনা ও ওমিক্রমের বিরূদ্ধে জেলাবাসী কে সচেতন করতে এবারে এগিয়ে এলো মালদা জেলা তৃণমূল কংগ্রেসে।

0
279

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- করোনা ও ওমিক্রমের বিরূদ্ধে জেলাবাসী কে সচেতন করতে এবারে এগিয়ে এলো মালদা জেলা তৃণমূল কংগ্রেসে। জেলা তৃণমূল কংগ্রেসে উদ্যোগে জেলা জুড়ে শুরু হয়েছে সচেতনতা শিবির ও মাস্ক বিতরণ কর্মসূচী। এদিন মালদহের বামনগোলা ব্লকের পাকুয়া হাট এলাকা ওই কর্মসূচি শুরু হয়। এদিন পাকুয়া হাটের সাপ্তাহিক হাটে কর্মসূচি নেওয়া হয়। এদিনের ওই হাটে সকল ক্রেতা থেকে বিক্রেতা থেকে শুরু করে পথচারিদের করোনা ও ওমিক্রম নিয়ে সচেতনের পাশাপশি মাস্ক বিতরণ করেন মালতিপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সিকে। এছাড়াও এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার বিধায়ক সুমর মুখার্জী, বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সহ-সভাপতি অশোক সরকার ও শ্যামল মন্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা।