গোসাবায় আত্মঘাতী গৃহবধু।

0
606

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – আত্মঘাতী হলেন এক গৃহবধু। মৃতের নাম দিপালী মাঝি(২৬)। ঘটনাটি ঘটেছে গোসাবা থানার অন্তর্গত ৩ নম্বর গ্রামে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে গৃহবধুর স্বামী শশধর মাঝি কাজের তাগিদে ভিন রাজ্যে থাকেন। গৃহবধু তাঁর তিন নাবালক সন্তান নিয়েই বাড়িতেই বসবাস করেন।দরিদ্র সংসার চালাতে স্বামীর উপার্জনের দিকে তাকিয়ে থাকতে হয়।কি ভাবে চলবে সংসার,অসহায় হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন।আর এমন ঘটনার খবর জানাজানি হতে অপমানে সোমবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই গৃহবধু।অন্যদিকে ঘটনার খবর পেয়েই গোসাবা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি গ্রামেরই এক যুবক কে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে পুলিশ।