প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : চলে গেলেন বাটুল দি গ্রেট , হাদাভোদা , নন্টে ফন্টে, কমিকস রচয়িতা সম্রাট নারায়ণ দেবনাথ। চলে গেলেন হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট এর স্রষ্টা নারায়ণ দেবনাথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 97 বছর। গত 24 শে ডিসেম্বর বার্ধক্যজনিত অসুখের কারণে তাকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়। গত 16 জানুয়ারি থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে তিনি বাংলা সাহিত্যের জগতে স্ব মহিমায় বিচরণ করেছেন। এর পাশাপাশি তিনি একাধিক কমিকস চরিত্র তৈরি করেছেন। তাদের মধ্যে নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু ও তার কেমিক্যাল দাদু সহ একাধিক কমিক্স সৃষ্টি করেছেন। যা আট থেকে আশি বাঙালির কাছে আজও প্রিয়। তার হাতে তৈরি মজাদার কমিক্স বাঙালির শৈশবের সঙ্গে জড়িয়ে আছে। এই গুণী শিল্পী 2015 সালে বঙ্গবিভূষণ এবং বাল সাহিত্য একাডেমি পুরস্কার পান। 2016 সালে পান বিদ্যাসাগর পুরস্কার এবং 2021 সালে পদ্মশ্রী। তার মৃত্যুতে শোকোস্তব্ধ পাঠক মহল। তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন বাঙালি হৃদয়ের মনি কোঠায় তার স্রষ্টা কমিকস । যা কিনা যুগ যুগ ধরে বহন করবে আপামর বাঙালি তার স্রষ্টার স্মৃতি।
চলে গেলেন বাটুল দি গ্রেট , হাদাভোদা , নন্টে ফন্টে, কমিকস রচয়িতা সম্রাট নারায়ণ দেবনাথ।

Leave a Reply