নারায়ণ দেবনাথ : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

0
323

ছোটবেলায় টিভি ছিলনা
এরাই ছিল সাথী
এদের সাথেই আনন্দেতে
কাটত দিবারাতি।
আমাদের সাথে থাকবে
বাঁটুল, নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা
যেমন ছিল আগের মতই
জমিয়ে রাখত বইয়ের পাতা;
অমর হয়ে থাকবে যেন
এসব লেখা চিরকাল
পেরিয়ে যাবে কেলেন্ডারের
তারিখ গুলো মিলিয়ে সাল।
পড়তাম সেই লেখাগুলো
বিছানাতে হয়ে কাত,
পরের দিন আরও একবার যার
রচনাকার, নারায়ণ দেবনাথ।
শিবপুরে আজ শোকের ছায়া
হারিয়ে গেল, অমূল্য সম্পদ
প্রণাম জানাই কার্টুন শিল্পীকে
চলবে আগামীতেও তাঁর সে রথ।।