পিংলার কালিতলা এলাকায় করোনা করোনা নিয়ে মানুষকে সচেতন করলেন বিধায়ক অজিত মাইতি।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- প্রতিদিনই প্রায় করোনা সংক্রমনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমত অবস্থায় বারংবার মানুষকে কোভিড নিয়ে সচেতন করে‌ চলেছে সদা তৎপর রাজ্য প্রশাসন থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।ঠিক সেই মতো মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের কালিতলা বাজারে মাস্ক বিহীন সাধারণ মানুষদের করোনা নিয়ে সচেতন করতে বেরিয়ে মাস্ক পরিয়ে দেওয়ার পাশাপাশি গোলাপ ফুল তুলে দিলেন পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি। মঙ্গলবার বিধায়ক অজিত মাইতির সাথে ছিলেন পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতি সহ তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা। সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি গোলাপ ফুল দিয়ে অভিনব পদ্ধতিতে করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য পিংলার বিধায়ক অজিত মাইতিকে ওই এলাকার বাসিন্দারা অভিনন্দন জানিয়েছেন। বিধায়ক অজিত মাইতি বলেন রাজ্য সরকারের করোনা বিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে চলার জন্য তিনি আবেদন জানান ।সেই সঙ্গে তিনি বলেন প্রত্যেককে মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ছাড়া বাড়ি থেকে কেউ বের হবেন না ।করোনার বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়তে হবে। তাহলে করোনা কে আমরা রুখতে পারব। তিনি আরো বলেন যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার জন্য বারবার আবেদন জানানো হয়েছে। তা সত্ত্বেও একশ্রেণীর মানুষ মুখে মাস্ক ব্যবহার না করে রাস্তায় বেরিয়েছেন ।তিনি সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *