নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: সামনেই পুরভোট। তাই ভোটকে সামনে রেখে ফালাকাটা পুরসভা এলাকায় তৃণমূল যুব কংগ্রেস ‘প্রাতঃভ্রমণ জনসংযোগ যাত্রা’ শুরু করেছে। ফালাকাটা পুরসভার ১৮টি ওয়ার্ডে টিএমওয়াইসি’র এই অভিনব জনসংযোগ কর্মসূচি শেষ হবে আগামী ২৩ জানুয়ারি। মঙ্গলবার প্রাত ভ্রমণের মাধ্যমে ও কীর্তন সহযোগে জন সংযোগ যাত্রা করলো ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেস। ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শুভব্রত দে জানান, রুটিন মাফিক ফালাকাটা পুরসভার সবকটি ওয়ার্ডে এই যাত্রা করা হবে। এদিন ৭ নং ও ৮ নং ওয়ার্ডের দলীয় কর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন করে ফালাকাটা ব্লক যুব তৃণমূলের সভাপতি শুভব্রত দে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার পুরভোট ভোটকে সামনে রেখে ফালাকাটা পুরসভা এলাকায় তৃণমূল যুব কংগ্রেস ‘প্রাতঃভ্রমণ জনসংযোগ...