মামার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল ১৩ বছর বয়সী এক কিশোর।

0
352

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মামার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল ১৩ বছর বয়সী এক কিশোর। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার ফকির ডাঙ্গা পঞ্চায়েতের বাহির চড়া এলাকায়। নিখোঁজ ওই কিশোরের নাম রমজান শেখ। গত রবিবার ফকির ডাঙ্গা, বাহির চড়া এলাকায় মামার বাড়ি থেকেই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সে বলে জানা গিয়েছে পারিবারিক সূত্রে। নিখোঁজ ওই কিশোর ও তার দাদা জন্মের পর থেকে ফকির ডাঙ্গার বাহির চড়া এলাকায় মামার বাড়িতেই বসবাস করত বলে জানিয়েছেন নিখোঁজ রমজানের মামা আসাদুল শেখ। জানা যায়, অজ্ঞাত কোন কারণবশত রবিবার বাড়ি থেকে থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার পর বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর চালিয়েও রমজানের কোন হদিস না পেয়ে মঙ্গলবার নবদ্বীপ থানায় এসে নিখোঁজ ডায়েরি করেন ওই কিশোরের মামা আসাদুল শেখ। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ওই কিশোরের খোঁজে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।