সাত সকালে সদ্যজাত শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ইংরেজ বাজারের হ্যান্টাকালী মন্দিরে সামনে।

0
242

নিজস্ব সংবাদদাতা, মালদা:-সাত সকালে সদ্যজাত শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ইংরেজ বাজারের হ্যান্টাকালী মন্দিরে সামনে।মঙ্গলবার সকালে প্রাত ভ্রমণ সেড়ে বাড়ি ফেরার আগে মা হ্যান্টাকালি মন্দিরের প্রণাম করতে এসে নজরে পড়ে ভক্তদের।এক সদ্যজাত মৃত শিশুকে কুকুর কোথাও থেকে মুখে করে এনে মন্দিরের সামনে রেখে কামড়ে ক্ষতবিক্ষত করতে থাকলে ঘটনা নজরে আসে এলাকারবাসি।তরিঘরি ঘটনা ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। এলাবাসীর অনুমান পাশেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই এই এলাকায় ঘটায় প্রশাসনকে সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছে এলাকাবাসী।