করোনা সচেতনতায় বিধায়ক,পুলিশ প্রশাসন।

0
429

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – করোনার বাড় বাড়ন্ত অব্যাহত রয়েছে। প্রতি দিনই সংক্রমণের হার বেড়ে চলেছে। ইদানিং প্রশাসনের তরফ থেকে ক্যানিং মহকুমা বিভিন্ন বাজার হাট দফায় দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সংক্রমণ রুখতে।মঙ্গলবার সকাল থেকে করোনা সচেতনতার প্রচারে নামলেন জীবনতলা থানার পুলিশ প্রশাসন ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাইকিং করে করোনা মহামারী সম্পর্কে সচেতনতা করের জীবনতলা থানার বিভিন্ন এলাকায়।মাস্কহীন সাধারণ পথযাত্রীদের মুখে মাস্ক পরিয়ে সচেতন করেন বিধায়ক সওকত মোল্লা ও জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ।
অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন ক্যানিং ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোক্তার শেখ সহ অন্যান্যরা।
বিধায়ক সওকত মোল্লা বলেন ‘করোনার বাড় বাড়ন্ত চলছে। এলাকার মানুষজন যাতে করে সচেতনতা অবলম্ব করেন সেই উদ্যোগ নিয়ে প্রচার চালিয়ে। এমনকি বাধ্যতা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের জন্য সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষ সচেতন হলে করোনা কে প্রতিহত করা সম্ভব হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here