আবদুল হাই, বাঁকুড়াঃ চেয়ার, বেঞ্চ গুলিতে জমেছে ধুলো,
ব্লাকবোর্ডে মাকড়সার জাল।
চারিদিকে আগাছা, প্রাঙ্গণে বাড়ছে তৃণ।
বহুদিন এ পথ মাড়ায়নি তারা।
নিঝুম, চুপচাপ, থেমে গেছে কোলাহল।
কচি কচি মুখের ,কচি কচি কথা,
না পাই শুনতে আর–
মনে লাগে ব্যথা।
কত খুনসুটি, কত কত দুষ্টুমি, শত অভিযোগ,
হঠাৎ হারিয়ে গেল–
আবার কবে পাবো তাদের খোঁজ?
ব্ল্যাকবোর্ডে লেখার সময় ভেঙে পড়া–
অবশিষ্ট চক কুড়ানোর প্রতিযোগিতা,
কবে যাবে আবার দেখা!
প্রার্থনার লাইনে নত মুখে দাঁড়িয়ে,
খেলার মাঠে দুই হাত বাড়িয়ে,
পরীক্ষার সাদা খাতায় ব্যস্ততায়,
আবার যাবে তাদের দেখা।
ঘর বন্দী জীবন, পরিস্থিতি ভয়াবহ।
চারিদিকে মারণ ভাইরাসের আবহ।
যেন কোন এক স্বার্থপর দৈত্যের-
অনধিকার প্রবেশে তছনছ সব।
এই স্বার্থপর দৈত্যটা মরুক,
বাগানে আবার বসন্ত আসুক।