রেল লাইনের ধারে গোবরের ঘুটে দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার।

0
287

জলপাইগুড়ি, নিজস্বলসংবাদদাতাঃ- রেল লাইনের ধারে গোবরের ঘুটে দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। বুধবার সকাল আনুমানিক ১০.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মধ্য বোড়াগারির জালা পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই মহিলা রেল লাইনের ধারে গোবরের ঘুঁটে দিচ্ছিল সেসময় ডাউন লাইন দিয়ে মাল গাড়ি যাচ্ছিল সেই মাল গাড়ির ধাক্কায় ওই মহিলা মাথায় আঘাদ পায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত ওই মহিলার নাম আনজুমা বেগম।এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি ও ধূপগুড়ি থানার পুলিশ।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।