একটি বেসরকারী সিমেন্ট কারখানার উদ্যোগ 20 -21 জানুয়ারী দু’দিন ব্যাপী চক্ষু পরীক্ষা ও শীত বস্ত্র প্রদানের কর্মসূচী ।

0
298

পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডল:- একটি বেসরকারী সিমেন্ট কারখানার উদ্যোগ 20 -21 জানুয়ারী দু’দিন ব্যাপী চক্ষু পরীক্ষা ও শীত বস্ত্র প্রদানের কর্মসূচী ।পুরুলিয়া জেলার নিতুরিযা থানার দীঘা মৌজায় প্রায় চল্লিশ একর জমির উপর শ্রীসিমেন্ট কারখানা নির্মানের কাজ প্রায় শেষের দিকে, চলতি বছরের ডিসেম্বর মাসেই উৎপাদন শুরু হবে, লক্ষ্যমাত্রা চার বিলিয়ন মেট্রিক টন।কারখানায় সরাসরি দু’ শো শ্রমিকের কর্মসংস্থান হবে, এছাড়াও প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এলাকার বহু মানুষ উপকৃত হবে বলে জানান কারখানার সিনিয়র এক্সিকিউটিভ সুদেব মজুমদার। উৎপাদন শুরু না হলেও এলাকায় জনকল্যানমূলক কাজে যুক্ত হয়েছে সংস্হা। কলকাতার একটি নামী চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারবাবুরা এলাকার মানুষের চক্ষু পরীক্ষা করে ঔষধপত্র দিচ্ছেন। এছাড়া প্রয়োজনে অস্ত্রোপচারের ব্যবস্থা আছে। কারখানা কর্তৃপক্ষের তরফে জানান হয় দু’দিনে প্রায় বারোশো মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হবে এলাকার সমস্ত মানুষের চক্ষু পরীক্ষা ঔষধপত্র ছাড়াও অস্ত্রোঅস্ত্রোপচারের ব্যবস্হা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।এলাকার মানুষ খুশী , কর্মসূচীতে অংশগ্রহন করে কারখানার শ্রীবৃদ্ধি কামনা করছেন।