ডাকাতি করে খুনের চেষ্টা গুরুতর জখম গৃহকর্তী হসপিটালে ভর্তি ।

0
344

প্রকাশ কালি ঘোষাল:-  ডাকাতি করে খুনের চেষ্টা গুরুতর জখম গৃহকর্তী হসপিটালে ভর্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে চুনাভাটি এলাকায়। টুম্পা নস্কর নামে বছর 23 এর এক গৃহবধূ ঘরেতে একাই ছিলেন। সেই সময় দু’জন ব্যক্তি জলখাবার নাম করে ঘরে ঢোকে। এরপর অস্ত্র দেখিয়ে নগদ টাকা এবং গয়না লুট করে। যাওয়ার আগে ওই দু’জন দুষ্কৃতী মহিলার পেটে লোহার রড ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। আহত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতাল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। এই নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।