বাঁকুড়ার ছাতনায় হাতির দল।

0
260

সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলায় কয়েক দিন ধরেই হাতির দল ঘুরে বেড়াচ্ছে।
গতকাল দ্বারকেশ্বর নদের পাশা পাশী রাজ গ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে হুলা পার্টি তাদের এলাকা ছাড়া করে।

কিন্তু ২০/০১/২২ আচমকাই সকাল সাতটা নাগাদ ছাতনার জন বসতি পূর্ণ এলাকায় শাবক সহ তেরো টি হাতির একটি দল ঢুকে পড়ে।

ছাতনা বাইপাসের বার বাকড়া এলাকায় সাত সকালে হাতির দল দেখতে অসংখ্য মানুষ জড়ো হয়।

মানুষের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা যায় এই হাতির দল দেখে।
ছাতনা থানা ও ফরেস্টের পক্ষ থেকে খবর দেওয়া হয় জেলা ফরেস্ট অফিসে।
এরই মধ্যে বারবাকড়ার একজন স্থানীয় মানুষ হাতির আক্রমণে আহত হযে ছে বলে স্থানীয় সূত্র থেকে জানা যায়।
তৎক্ষণাৎ সেই ব্যক্তি কে চিকিৎসার ব্যবস্থার জন্য নিয়ে যাওয়া হয়।

হাতির দল শেষ খবর পাওয়া পর্যন্ত ছাতনা বাইপাসের কেঞ্জাকুড়া রাস্তা র দিকে অবস্থান করছে বলে জানা যায়।