হাসপাতাল চত্বরে বেপরোয়া গাড়ি,দুর্ঘটনার কবলে রোগী দেখতে আসা মৃত ১ আহত ২।

0
320

ময়নাগুড়ি, নিজস্ব সংবাদদাতা : হাসপাতাল ক্যাম্পাসে চলল বেপরোয়া গাড়ি। যার জেরে রোগীকে দেখতে আসা আত্মীয় পরিজনরা দুর্ঘটনার কবলে। ঘটনায় মৃত ১, আহত ২। বৃহস্পতিবার এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতাল ক্যাম্পাসে। হাসপাতাল ক্যাম্পাসের বিশ্রামগারে বসে থাকা তিনজনকে একটি প্রাইভেট অল্টো ধাক্কা মারে। ঘটনায় জরিফা খাতুন (৫১) নামে একজনের মৃত্যু হয়, আহত হন আরো দুই জন। জানা গেছে মৃত ওই মহিলার বাড়ি দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায়। পরিবারের লোক এবং আত্মীয় স্বজন উত্তেজিত হয়ে ওই গাড়ি ভাঙচুর চালায়। ঘটনস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ক্যাম্পাসে এই দুর্ঘটনাটি ঘটে। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি মেয়েকে দেখতে আসেন সাইদা বেগম। সঙ্গে ছিলেন তাঁর মা জরিফা খাতুন এবং হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি তার মেয়ের শাশুড়ি তনজিরা বেগম। বৃহস্পতিবার তারা ময়নাগুড়ি গ্রামীন হাসপাতাল ক্যাম্পাসে আসেন রোগীর খবর করতে। রোগীর সাথে দেখা হওয়ার আগে তারা হাসপাতাল চত্বরে থাকা একটি বিশ্রামাগারে বসে থাকেন বলে পরিবারের দাবি। কিন্তূ সেই সময় একটি প্রাইভেট অল্টো গাড়ি এসে এই তিনজকে ধাক্কা মারে। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জরিফা খাতুন নামের ওই মহিলার। আহত হন সাইদা বেগম ও তানজিরা বেগম। সাইদা বেগম বলেন, ” আমরা তিনজন বসে ছিলাম। একটা গাড়ি হঠাৎ করে এসে আমাদেরকে লাগিয়ে দিলো। মা ওখানেই ধাক্কা খেয়ে পরে যায়। আমি মাকে তোলার চেষ্টা করি।”