ময়নার গোবরাদন গ্রামে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ..।

0
368

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারও খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুর জেলার ময়না, শুক্রবার ময়না থানার বাকচা অঞ্চলের গোবরাদন গ্রামে বেশ কিছু তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়, বিজেপির অভিযোগ তৃণমূল নেতার বাড়ির পিছন থেকেই উদ্ধার হয় এই তাজা বোমা, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ময়না থানার পুলিশ এসে ওই তাজা বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে, বিজেপির অভিযোগ এলাকাকে অশান্ত করতেই তৃণমূলের দুস্কৃতিকারীরা বোমা মজুত রেখেছে, যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল, পাশাপাশি বিজেপি ও অভিযোগ ওই নেতাকে গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকলে, পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভ কারীদের তারা করে বলে অভিযোগ বিজেপির, যদিও গোটা ঘটনার বিপরীত প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এত সংখ্যক তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।