শারীরিক প্রতিবন্ধীর চিত্রশিল্পীর বাড়িতে আচমকাই তুফানগঞ্জ ২ নং ব্লক বিডিও, সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস।

মনিরুল হক, কোচবিহারঃ আচমকা বিকলঙ্গ চিত্রশিল্পী জগদীশ দেবনাথের বাড়িতে পৌঁছালেন তুফানগঞ্জ ২ নং ব্লক বিডিও প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ জগদিশ দেবনাথের বাড়িতে গিয়ে, জগদীশ বাবুর বর্তমান পরিস্থিতির ব্যাপারে খোঁজখবর নেন। খাতায় নোট করেন জগদীশবাবুর নানা সমস্যার কথা। এছাড়াও প্রশাসনের স্কুল, কলেজ ও বিভিন্ন ধরনের আর্ট এর কাজের আশ্বাস দেন বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। এছাড়াও ১০০ দিনের কাজ সহ আবাস যোজনা ঘরের দেওয়ার সুব্যবস্থা করবেন বলেও জানান প্রশাসনের আধিকারিকরা।
এছাড়াও এদিন জগদীশ বাবুর হাতে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ও জগদীশবাবুর ছেলের হাতে বই খাতা কলম তুলে দেয় তুফানগঞ্জ ২ নং সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু। এদিন সকালে প্রশাসন আধিকারিকরা তার বাড়িতে আশায় খুশি জগদীশবাবু, প্রশাসনের সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস মেলায় তুফানগঞ্জ ২ নং ব্লক বিডিও কে ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *