বিজেপির দুই বিধায়ক কেন্দ্রীয় নিরপত্তা বাহিনী ছাড়তে চেয়ে চিঠিকে ঘিরে জল্পনা শুরু।

0
230

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ও ইন্দাস বিধানসভার বিজেপি নির্মল ধাড়ার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয় ৫ জন করে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী। এবার সেই নিরাপত্তারক্ষী ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন এই দুই বিধায়ক। হঠাৎ কি এমন কারন যার জন্য কেন্দ্রের দেওয়া নিরাপত্তারক্ষীদের প্রত্যাহারের আবেদন জানালেন দুই বিধায়ক। যদিও এই বিষয়ে বিজেপি বিধায়ক অমর নাথা শাখা বলেন, ব্যাক্তিগত কারনেই নিরাপত্তারক্ষীদের প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে কারণ নিয়ে খোলসা করেননি বিধায়ক। বিজেপির দুই বিধায়কের কেন্দ্রীয় বাহিনী ছাড়তে চেয়ে চিঠি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহারের পিছনে কি রয়েছে রাজনৈতিক তাৎপর্য ? এমন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শিবির বদল করতে চলেছেন কি দুই বিজেপি বিধায়ক? এই প্রশ্নের উত্তরে বিধায়ক জানান ,সেটা সময় বলবে। সময় যাই বলুক, বাঁকুড়া জেলায় বিজেপির একাধিক বিধায়কদের বিদ্রোহী হয়ে ওঠাকে ঘিরে বিজেপির জেলা রাজ্য এমনকি কেন্দ্রীয় নেতৃত্বও যে অস্বস্তিতে তা মনে করছেন রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here