পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীনের শোভাপুর অঙ্গনবাড়ি কেন্দ্রে বাচ্চাদের প্লাস্টিক চাল দেওয়ার অভিযোগ।এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য।জানা যায় গতকাল এই অঙ্গলবাড়ি কেন্দ্র থেকে চাল দেওয়া হয় এবং অনেকেই সেই চাল বাড়িতে রান্না করে খাওয়া শুরু করেন।আর তাতেই ঘটে বিপত্তি।অভিযোগ এই চাল খেয়ে অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা।ওষুধ খেয়েও কমেনি পেটের ব্যথা বলে অভিযোগ।এই ঘটনা পর শনিবার উত্তেজিত হয়ে যায় এলাকাবাসী।রাস্তায় গাড়ি আটকে চাল ছড়িয়ে কিছুক্ষন বিক্ষোভ দেখাতে শুরু করে।অভিযোগ এই বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে মেলেনি কোনো প্রতিক্রিয়া।এই বিষয়ে শোভাপুর গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানাবেন।তাদের দাবি এই চাল বদলে ভালো চাল দেওয়া হোক।
Home রাজ্য দক্ষিণ বাংলা BIG BREAKING : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীনের শোভাপুর অঙ্গনবাড়ি কেন্দ্রে বাচ্চাদের...