যথাযথ মর্যাদায় পালন করা হলো নেতাজী সুভাসচন্দ্র বোসের একশো পঁচিশতম জন্মজয়ন্তী।।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ এসএফআই-ডিওয়াইএফআই এর পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব মোড়, মোহন্তপাড়া মোড়, শিরিষতলা, ডিবিসি রোড এলাকায় যথাযথ মর্যাদায় পালন করা হলো নেতাজী সুভাসচন্দ্র বোসের একশো পঁচিশতম জন্মজয়ন্তী।।
এদিনের কর্মসূচিগুলিতে প্রথমে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে কর্মসূচির সূচনা করা হয়,
এরপর বক্তব্য রাখতে গিয়ে ছাত্র-যুব নেতৃত্ব বলেন বর্তমান বিজেপি-আরএসএস এর নেতৃত্বে চলা কেন্দ্রীয় সরকার যেভাবে দেশের সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ ভাবনা ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে চলছে তা কখনোই নেতাজীর ভাবনার সাথে মেলেনা, বিজেপি সরকারের নেতাজীপ্রেম অনেকটা লোক দেখানো বলেও অভিযোগ করা হয়, নেতাজীর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার দাবীও করেন সংগঠনের নেতৃত্বরা,
এসএফআই এর জেলা সম্পাদক প্রভাকর সরকার, ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক প্রদীপ দে, অনুভব দে, দেবরাজ বর্মন, অহনা পান্ডে, পৌলমী মুখার্জি, বেদব্রত ঘোষ সহ অন্যান্য ছাত্র-যুব নেতৃত্ব এই কর্মসূচিগুলিতে নেতৃত্ব দেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *