বীরভূম, সেখ ওলি মহম্মদ:-জেলা নয়, রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলের নাম। কে না জানে তাঁর নাম। তিনিই হলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। যাঁর এক একটা ডায়লগ ফেমাস হোয়ে গেছে। তাঁর ডায়লগ শুনে মনমুগ্ধ হয়ে যান সকলে। কিন্তু তাঁরই এক ভক্ত তাঁকে অনুকরণ করে নেট দুনিয়াতে সাড়া ফেলে দিয়েছেন। তিনি হলেন বোলপুর সংলগ্ন কাশিপুরের বাসিন্দা সাজিদ খান। তাঁর ছোট থেকেই স্বপ্ন ছিল কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলের সামনে গিয়ে অভিনয় করা। আর আজ তাঁর স্বপ্নপূরণ হল। আজ রবিবার বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সামনেই তাঁর বলা বিভিন্ন ডায়লগ নিজের স্টাইলে বলে শোনালেন রিল লাইফের কেষ্ট তথা সাজিদ খান। পাশে বসে নিজের বলা বিভিন্ন ডায়লগ উপভোগ করতে দেখা গেল রিয়েল লাইফের কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলকে।
অনুব্রতর পাশে বসে তাঁরই অনুকরণ করলেন সাজিদ।

Leave a Reply