নমশূদ্র কল্যাণ সমিতির উদ্যোগে গাজোলে শতাধিক গরীব মানুষদের মধ্যে  বস্ত্র বিলির আয়োজন করা হলো।

0
307

মালদা, নিজস্ব সংবাদদাতা:-  নমশূদ্র কল্যাণ সমিতির উদ্যোগে গাজোলে শতাধিক গরীব মানুষদের মধ্যে  বস্ত্র বিলির আয়োজন করা হলো। সোমবার সকালে গাজোল ব্লকের কদুবাড়ি এলাকার একটি বেসরকারি লজ প্রাঙ্গণে ওই সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিলি অনুষ্ঠানের আয়োজিত হয়। উপস্থিত হয়েছিলেন ওই সংগঠনের রাজ্য ও জেলা সদস্যরা। সম্পূর্ণ অরাজনৈতিক ভাবেই এই বস্ত্র বিলির আয়োজন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন নমঃশূদ্র কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হরিপদ বিশ্বাস, সংগঠনের জেলা সভাপতি মেঘনাথ মন্ডল , গাজোল ব্লক সংগঠনের সম্পাদক ধ্রুব সরকার প্রমুখ।

করোণা বিধি মেনেই এদিন এই বস্ত্র বিলির আয়োজন করা হয় । যেখানে প্রায় ২০০ জন গরিব মানুষকে বিনা মূল্যে কম্বল দেওয়া হয়েছে।