বন্ধের সর্মথনে প্রচার অভিযানে কংগ্রেসের শ্রমিক সংগঠন intuc।

0
265

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বন্ধের সর্মথনে প্রচার অভিযানে কংগ্রেসের শ্রমিক সংগঠন intuc।কেন্দ্রীয় সরকারের রাষ্ট্র ও জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী 23ও 24 শে ফেব্রুয়ারি সারা ভারত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জয়েন ফোরাম।তার ই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো রবিবার কংগ্রেসের জেলা দপ্তরে।কংগ্রেসের শ্রমিক সংগঠন intuc পক্ষ থেকে এই সভাটি হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসেশ্রমিক সংগঠনের সদস্যরা।কিভাবে বন্ধ কে সব দিক দিয়ে পালন করা যায় তা নিয়ে আলোচনা হয় আজকের সভাতে।সংগঠনের জেলা সভাপতি দেবব্রত নাগ বলেন বামফ্রন্ট কে সাথে নিয়ে এই বন্ধ যাতে সফল করা যায় তা নিয়ে ও আলোচনা হয় আজকে