আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করলো আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদ।নেতাজির জন্মদিন উপলক্ষে ২২ সে জানুয়ারি ফালাকাটা ব্লকের বেলতলী ভান্ডানী আজাদ হিন্দ অফিস প্রাঙ্গণে আট দলীয় ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে।২৩ সে জানুয়ারি সকালে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।এরপর সারাদিন কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান, কুচকাওয়াজের মাধ্যমে পিটি প্যারেড এবং সন্ধ্যায় কবিতা আবৃত্তি, নৃত্য, গানের মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।এদিনের অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরন করা হয় বলে সংগঠন সূত্রে জানা গেছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক বাহার উদ্দিন আহম্মেদ, সমাজসেবী আব্দুল কাদের, মফিজউদ্দিন আহম্মেদ, শ্যামল রায়,লুৎফর রহমান,হেমন্ত বর্মন, ডক্টর গোলাম মহিউদ্দিন আহমেদ,ব্ল্যাক বেল্ড প্রাপক বাপি আহমেদ ও ইদ্রজিত বর্মন সহ প্রমুখ।
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করলো আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদ।

Leave a Reply